জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই। পরিবার জানায়,
শারীরিকভাবে অসুস্থ ছিলেন মুগাবে। স্থানীয় সময় আজ শুক্রবার ৯৫ বছর বয়সী
মুগাবে মারা যান।
মুগাবে ৩ দশক ক্ষমতায় ছিলেন। ২০১৭ সালের ২১ নভেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুগাবেকে ক্ষমতাচ্যুত করা হয়।
স্বাধীনতার পর প্রথম নির্বাচনে জয়ী হন মুগাবে। ১৯৮০ সালে তিনি প্রথমবার
প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৭ সালের পর তিনি প্রেসিডেন্ট হিসেবে
দায়িত্বপালন করেন।
বিবিসির খবরে বলা হয়, এ বছরের এপ্রিল মাস থেকে সিঙ্গাপুরে একটি
হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মুগাবে। মুগাবের পর গত বছর জিম্বাবুয়ের
প্রেসিডেন্ট নির্বাচিত হন এমারসন নানগাগওয়া।
১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্ম নেন সাবেক এই
প্রেসিডেন্ট। ১৯৬৪ সালে রোডেশিয়া সরকারের সমালোচনা করে বিচার বহির্ভূতভাবে
তিনি এক দশকেরও বেশি সময় কারাগারে আটক ছিলেন। ১৯৭৩ সালে কারাগারে থাকতেই
তিনি জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু) প্রেসিডেন্ট নির্বাচিত
হন। মুগাবে ছিলেন জানুর প্রতিষ্ঠাতা।