কনসার্টে গান করছিলেন জোনাস ব্রাদার্স। মঞ্চের পাশেই লাল গোলাপ হাতে
দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া। নিক তাকাতেই তিনি গোলাপ উঁচিয়ে ধরেন। স্ত্রীর
হাত থেকে গোলাপ নিতে আসার পর যা ঘটেছে তার জন্য হয়তো নিজেই প্রস্তুত ছিলেন
হলিউড গায়ক ও অভিনেতা নিক জোনাস। স্বামীকে আচমকাই চুম্বন করেন প্রিয়াঙ্কা।
সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
২০১৮ সালের ডিসেম্বর নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা
চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে তাদের বিয়ের আসর। রাজস্থানের উমেদ ভবনে
নিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মুম্বাই এবং দিল্লিতে পরপর তিনবার বসে
রিসেপশন।