জাতীয় পার্টির (জাপা) একাংশের নেতারা রওশন এরশাদকে দলীয় চেয়ারম্যান
ঘোষণা করায় তাঁদের বহিষ্কারের দাবিতে শুক্রবার রংপুর নগরে ঝাড়ুমিছিল হয়েছে।
প্রয়াত এইচ এম এরশাদের ঘোষিত দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের সমর্থনে
বিকেলে এই মিছিল বের করা হয়।
জাতীয় মহিলা পার্টির মহানগর কমিটির উদ্যোগে এই মিছিল হয়। এতে শতাধিক নারী নেতা-কর্মী অংশ নেন।
বিকেল
সাড়ে চারটার দিকে নগরের সেন্ট্রাল রোডে জাপার কার্যালয় থেকে মিছিলটি বের
করা হয়। এতে অংশগ্রহণকারীরা রওশন এরশাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি নগরের প্রধান সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে
কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় মহিলা পার্টির মহানগর কমিটির আহ্বায়ক জেসমিন
আক্তার, যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম, সদস্যসচিব জ্যোৎস্না বেগম প্রমুখ। তাঁরা
বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের ঘোষিত
জি এম কাদেরই দলের বর্তমান চেয়ারম্যান। রওশনকে কোনোভাবেই তাঁরা জাতীয়
পার্টির চেয়ারম্যান মানবেন না। প্রয়োজনে এর বিরুদ্ধে তাঁরা দুর্বার আন্দোলন
গড়ে তুলতে প্রস্তুত। তাঁরা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিছুল ইসলাম
মাহমুদকে রওশন এরশাদের দালাল আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সব দালালকে দল
থেকে বহিষ্কারের দাবি জানান। বক্তারা আরও বলেন, প্রয়াত এরশাদের ভাই জি এম
কাদেরের নেতৃত্বে এখানে দল চলবে। রওশন ও তাঁদের অনুসারী কারও স্থান রংপুরের
মাটিতে হবে না।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটে রওশন এরশাদের কুশপুত্তলিকা
দাহ করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন সেখানকার জাতীয় পার্টির এক পক্ষের
নেতা-কর্মী ও সমর্থকেরা। ফলে আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচন
সামনে রেখে রওশনবিরোধীদের বিক্ষোভে ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে জাপার দুর্গ
খ্যাত রংপুর অঞ্চল।
সম্প্রতি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে জি এম কাদেরের পক্ষ
থেকে স্পিকারকে চিঠি দেওয়া হয়। এতে আপত্তি জানান দলটির সিনিয়র
কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এরপর দলীয় চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়
দলটিতে। গতকাল রাজধানীতে আনিছুল ইসলামসহ এক পক্ষ সংবাদ সম্মেলন করে রওশনকে
দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়। পরে এ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন
জি এম কাদের। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপর পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়ার হুঁশিয়ারি দেন।